ঘরে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে চেক করে নিন কাতারের ভিসা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।আজ আমি আপনার জন্য নিয়ে আসলাম ছোট ১টি টিউন অনেকে আছে বিদেশ  যাওয়ার আগে ভিসা চেক না করে বিদেশ গিয়ে ভোগান্তির শিকার হোন, তাই বিদেশ যাওয়ার আগে অন্তত অনলাইনের মাধ্যমে আপনার ভিসা/বন্ধুর ভিসা চেক করে নিবেন আপনি নিজে নিজেই আর দালালদের ধোকাই পা দিবেন না। কি আর বলব অনেকে দালাদের  ধোকায় পড়েই, অনেক কিছুই হারিয়ে এখন পথে পথে ঘুরতেছেই আমার দেখা অনেকেই।  তাই শেষ কথা এটাই বলতে চাই বিদেশ যাওয়ার আগে অন্তন্ত আপনি আপনার ভিসাটি চেক করতে ভুলবেন না।
তাই আজ আমি দেখাবো কিভাবে কাতারের ভিসা চেক করতে হয়!
১.প্রথমে এখানে ক্লিক করুন  তারপর নিচের মত আসবে।
২.এবার Visa Number/Passport Number আর Nationality দিয়ে Submitবাটনে ক্লিক করুন।

এবার Print বাটনে ক্লিক করে ভিসাটি প্রিন্ট করে নিন।
বিঃদ্রঃ প্রিন্ট করার সময় অবশ্যই নেট কালেকশান রাখতে হবে না হলে কিন্তু নিচের মত পেজটা প্রিন্ট হবে না উপরের টা প্রিন্ট হয়ে যাবে।

Comments